শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

গুলিবিদ্ধ বলিউড অভিনেতা গোবিন্দ

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১, ২০২৪
হ্যাকারের কবলে পড়ে বিপাকে গোবিন্দ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে গুলিবিদ্ধ হন তিনি। মুম্বাইয়ের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এ তারকাকে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন গোবিন্দ। বন্দুক পরিষ্কার করার সময় এই বিপদ ঘটে। রিভলবার থেকেই গুলি ছিটকে লাগে তার পায়ে। যার জেরে প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোবিন্দকে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে। তার পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল অভিনেতা গোবিন্দর। আর হাসপাতাল থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে নিজেই শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

বলিউড অভিনেতা শারীরিক অবস্থার বর্ণনা করে বলেন, ‘আমি গোবিন্দ। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষী, মা-বাবা ও ঈশ্বরের আশীর্বাদে ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি। তবে এখন ভালো অনুভব করছি।’

তিনি বলেছেন, ‘আমার শরীর থেকে বুলেটটি বের করা হয়েছে। চিকিৎসক ডা. আগারওয়ালকে অনেক অনেক ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, তাদের সবাইকেও ধন্যবাদ।’

এদিকে, বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং একটি সংবাদ সংস্থাকে বলেছেন, ‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে লাইসেন্সড রিভলবারটি তিনি তুলে রাখতে যান। আচমকাই হাত থেকে মাটিতে পড়ে গেলে বন্দুক থেকে গুলি ছিটকে ওর পায়ে লাগে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভালো আছেন। এই মুহূর্তে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান