বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

গুরুতর আহত হয়ে হাসপাতালে তাসনিয়া ফারিণ

ফোরাম প্রতিবেদক / ১৬১ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৩, ২০২২
গুরুতর আহত হয়ে হাসপাতালে তাসনিয়া ফারিণ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রাজধানীর একটি শপিংমলে বাবার সাথে কেনাকাটা করতে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ।

শুক্রবার রাতে রাজধানীর কুড়িল এলাকার একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে আহত হন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় অভিনেত্র্রীর দুই পা জখম হয়েছে। পরে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়।

৩৯ কেজি ওজন কমিয়েছেন লাস্যময়ী রুনা খান

হাসপাতালে তাকে দেখতে যাওয়া নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে জানান ‘ বেশ গুরুতর আহত হয়েছেন ফারিণ। দুই পায়েই আঘাত লেগেছে, ক্ষত হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।’

এ ঘটনায় তাসনিয়া ফারিণ সংবাদমাধ্যমকে জানান, ‘আমি মার্কেটের চলন্ত সিঁড়িতে নিচতলা থেকে দোতলায় উঠছিলাম। সঙ্গে বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে আমার পায়ে আঘাত করে। এতে আমার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি আমার পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, এটি কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা।’

এই অভিনেত্রীর দাবি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ছিল না মার্কেটে। ফারিণ বলেন, ‘এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি। চলতি মাসেই ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান