হায়দরাবাদে ছবির শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। এতে পাঁজরে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছেন তিনি। তার পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’-এর শুটিং চলছিলো হায়দরাবাদে। এই ছবির শুটিং করতে গিয়েই দুর্ঘটনায় আহত হন তিনি।
দুর্ঘটনায় বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তার। বর্তমানে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন বিগ বি।
এর আগেও আশির দশকে কুলি ছবির শুটিং করতে গিয়ে বড় ধরনের আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই আঘাত এতটাই গুরুতর ছিলো যে, তখন তার সুস্থ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। এমনকি তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিলো। ভাগ্যক্রমে সেইসময় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন এই অভিনেতা। সূত্র: হিন্দুস্তান টাইমস্
You must be logged in to post a comment.