শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক / ১১২ জন দেখেছেন
আপডেট : মার্চ ১৫, ২০২৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (১৫ মার্চ) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। এরই মধ্যে অভিনেতার অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

জানা যায়, বিগ বি’র শারীরিক অসুস্থতা শুরু থেকেই গোপন রাখা হয়েছিল। শুক্রবার এক্স-এ একটি পোস্টও করেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি চিরকৃতজ্ঞ।’ কিন্তু কেন তিনি এ কথা লিখেছেন তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সাধারণত রোগীর হার্টের অসুখের ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি করা হয়। তবে হাসপাতাল সূত্রে গণমাধ্যমে খবর, পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা পুনরায় সচল করতেই নাকি অ্যানজিওপ্লাস্টি করতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত বচ্চন পরিবারের তরফে এই প্রসঙ্গে কোনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত বছর মার্চে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অমিতাভ। বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তারপর চিকিৎসকদের পরামর্শে কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা।

চলতি বছরের শুরুতেও অমিতাভের কব্জিতে অস্ত্রোপচার হয়েছিল। নিজের ব্লগে সে কথা জানিয়ে অভিনেতা লিখেছিলেন, ‘শুটিং ফ্লোরে অনেকের সঙ্গে দেখা হলো। অক্ষয়কে (অভিনেতা অক্ষয় কুমার) আমার হাতের অস্ত্রোপচারের বিষয়টাও বুঝিয়ে বললাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান