বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

গান গেয়ে ভোট চাচ্ছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক / ৬৬ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১, ২০২৪
গান গেয়ে ভোট চাচ্ছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে কর্মী-সমর্থকদের নিয়ে দিনমজুর আজহার আলীর বাড়িতে হাজির চিরপরিচিত সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। নিজ এলাকার মেয়ে হলেও তাকে কোনোদিন চোখে দেখেননি আজহার। কাছে পেয়ে খুব খুশি দিনমজুর আজহার আলী। এরই মধ্যে সারা গ্রামের নারী পুরুষ হাজির ডলিকে একনজর দেখতে। আজহার আলীসহ এলাকাবাসীর অনুরোধে তিনি একটি গানও গাইলেন।

এভাবে প্রতিদিন নিজের দল ও প্রতীকের প্রচার-প্রচারণা চালাচ্ছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ডলি সায়ন্তনী। গ্রামেগঞ্জে গান গেয়ে গেয়ে ভোটের প্রচার-প্রচারণা করছেন। মানুষজনও আগ্রহসহ তার গান শুনছেন। অনেকে তাকে কাছ থেকে একনজর দেখার জন্য ভিড় করছেন। সর্বোপরী পাবনার সুজানগর ও আমিনপুরে ভোটের মাঠ জমিয়ে রেখেছেন ডলি সায়ন্তনী।

গতকাল রোববার (৩১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে সংসদ সদস্য প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর। সকাল থেকে সুজানগর উপজেলার চিনাখরা, দুলাই, তাতীবন্দ, আমিনপুর, কাজীরহাট, কয়া ভাটিকয়াসহ বিভিন্ন এলাকায় ও বেড়া উপজেলার বাধেরহাট কাজীরহাট, রূপপুর গ্রামের বিভিন্ন বাড়ি, কারখানা বাজারে দলীয় প্রতীক নোঙর মার্কায় ভোট চান তিনি। অনেকের হাত ধরে ভোট চান। অনেকের ছোট বাচ্চাকে কোলে তুলে আদর করেন। এ সময় ভক্তদের অনুরোধে গানও গেয়ে শোনান ডলি।

ডলি সায়ন্তনী বলেন, ‘আমি মানুষের ভালবাসায় মুগ্ধ। এলাকার মানুষ আমাকে গ্রহণ করেছে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে বিজয়ী হবো বলে আশা করছি।’ এ ছাড়া নির্বাচিত হলে নগরবাড়ী-আরিচা সেতু তৈরিসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান