বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

গান গেয়ে থানা থেকে ছাড়া পেলেন গায়িকা!

বিনোদন ডেস্ক / ৬২ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২৩
গান গেয়ে থানা থেকে ছাড়া পেলেন গায়িকা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় বসে আছেন। আর যাঁরা দাঁড়িয়ে রয়েছেন, তাঁরা সবাই পুলিশ। আচমকা থানায় বসে গান ধরলেন গায়িকা। তাঁর কণ্ঠে শোনা গেল, ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’ গানটি। সেই ভিডিওটি এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্ট করে গায়িকা লিখেছেন,‘থানায় ধরে নিয়ে গিয়েছিল। গান শোনার পর ছেড়ে দিল।’

এমন পোস্টের পর অনেকেই চমকে গেছেন। কলকাতার বাঙালি এ গায়িকার সঙ্গে কথা বলেছে আনন্দবাজার পত্রিকা। সংগীতশিল্পী জানালেন, এটি হল তাঁর জীবনে ঘটে যাওয়া মিষ্টি ঘটনা। কী হয়েছিল আসলে?

পৌষালী বলেন, “মালদহের এসআই মেনক তাঁর গানের অন্ধ ভক্ত। তিনি মালদহ শহরের যেখানেই অনুষ্ঠান করতে যান না কেন, কাজের ফাঁকে ঠিক তাঁর সঙ্গে দেখা করে আসেন মেনকা। এ বারও সেখানকার গাজোল অঞ্চলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠানটি করা সম্ভব হয়ে ওঠেনি। সেখানে উপস্থিত হয়েছিলেন মেনকা। তিনিই তখন এসে ইচ্ছা প্রকাশ করেন। থানার অনেকেই নাকি আমার গান পছন্দ করেন। সেই অপরাধেই আমায় থানায় যেতে হয়। সেখানেই মন খুলে গান গাইছিলাম আমি। সবাই চুপচাপ বসে শুনছিল। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা।’

পৌষালী এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন গান। পৌষালীর নতুন অ্যালবামের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান