গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন হলিউডের ৬০ তারকা। সেই তালিকায় রয়েছেন অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স এবং কমেডিয়ান জন স্টেওয়ার্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাতে ১৪০০ মানুষ নিহত হন। সেই সঙ্গে ২০০ জনকে ধরে নিয়ে যায় তারা। পাল্টা জবাবে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪১০০ ফিলিস্তিনি মারা গেছেন।
এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হলিউড তারকারা লিখেছেন, পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন এবং বিশ্বনেতাদের অনুরোধ করছি। অনতিবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ থামান। জিম্মিদের নিরাপদে মুক্ত করুন।
তারা আরও লেখেন, বিধ্বংসী সংঘাতে আমরা নীরব ছিলাম-ভবিষ্যৎ প্রজন্মকে এ গল্প শোনাতে চাই না। তাই সরব হয়েছি আমরা। একই বর্তায় অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার অনুরোধও করা হয়েছে।
এ চিঠিতে সই করেছেন প্রায় ৬০ বিখ্যাত হলিউড তারকা। এর মধ্যে আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।
এর আগে শুক্রবার (২০ অক্টোবর) ইউএস প্রেসিডেন্ট বাইডেন বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণবাহী ট্রাক গাজায় পৌঁছবে। বেসমারিক লোকজন হতাহত এড়াতে পদক্ষেপ নেয়া হবে।
You must be logged in to post a comment.