ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অপু বিশ্বাস। প্রায় সময়ই আলোচনা ও শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন তিনি। ক্যারিয়ার, ব্যক্তিজীবন কিংবা ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে সম্পর্কজনিত কারণ নিয়েই মূলত আলোচনায় থাকা এ অভিনেত্রীর।
অপু বিশ্বাস মাঝে মধ্যে সমসাময়িক ইস্যু নিয়েও কথা বলে থাকেন। তবে বিভিন্ন সময় নিজের কর্মকাণ্ড নিয়ে আলোচনা কিংবা সমালোচনা যাইহোক না কেন, নেতিবাচক মন্তব্যে কখনো কর্ণপাত করতে দেখা যায় না তাকে।
এদিকে ঢালিউড ক্যুইন ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে জানান―২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়।
এ নায়কের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসার পর প্রায়ই দেখা গেছে, পবিত্র ঈদুল আজহায় পশু কুরবানি দেন অপু বিশ্বাস। বিগত সময় কুরবানির ঈদে পশু কুরবানি করতে দেখা গেছে তাকে। সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি এবার।
এ বছরও ঈদুল আজহায় পশু কুরবানি দিয়েছেন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার কুরবানির পশুর মাংস কাটার ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটি করছেন অভিনেত্রী।
অপু বিশ্বাস ভিডিওতে জানান, ছাগল কুরবানি দিয়েছেন তিনি। অন্য ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় মাংস রান্না করছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, কুরবানি দিয়ে মাটির চুলায় মাংস রান্না। নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ, স্পেশাল কেউ খাবে।
এদিকে ঢালিউড ক্যুইনের এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো কুরবানির মাংস রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ কেউ বলছেন, সব আয়োজন একমাত্র ছেলে আব্রাম খান জয়র জন্য।
You must be logged in to post a comment.