ভারতের গজলশিল্পী ভুপিন্দর সিংহ প্রয়াত। বয়স হয়েছিল ৮২ বছর। মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন । বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী।
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। রেখে গেলেন বাংলা, হিন্দি ভাষায় অজস্র গান। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। সোমবার (১৮ জুলাই) বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয় শিল্পীর। গায়কের স্ত্রী মিতালী সিংহ ভারাক্রান্ত কন্ঠে বলেন, “বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভূপিন্দরজির।”
মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুরে ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। তিনি বললেন, “ভূপিন্দরজি আমার বড় দাদা ছিলেন। ওঁর গায়ন রীতি, কণ্ঠস্বর সবার থেকে আলাদা। ফের সঙ্গীত দুনিয়া অভিভাবকহীন হল। ফের দেশ তার আরও এক কৃতী সন্তানকে হারাল।”
গায়ক, নাট্যব্যক্তিত্ব শেখর সেন মুম্বই থেকে ফোনে বললেন,“ভূপিজি চলে গেলেন। ওঁর সুর রাতের শব্দে ঘুরে বেড়াচ্ছে, ‘নাম গুম যায়ে গা…’। দীর্ঘ দিন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। গিটার থেকে গজল সবেতেই ওঁর দক্ষতা আমাদের অবাক করত। এত নাম-ডাক। পঞ্চমদার সঙ্গে ওঁর বন্ধুত্ব, কত কাজ, মানুষটা কিন্তু শেষ দিন অবধি মাটির মানুষ হয়েই ছিলেন।” সুত্র আনন্দবাজার
You must be logged in to post a comment.