বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি (ভিডিও)

ফোরাম প্রতিবেদক / ২৯৯ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২২
গগন সাকিবের কষ্টে বাঁচি কষ্টে মরি (ভিডিও)
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

লায়নিক মিউজিক থেকে প্রকাশ পেয়েছে কন্ঠশিল্পী গগন সাকিবের নতুন গান কষ্টে বাঁচি কষ্টে মরি। ‘অচেনা যেই আমিটা তোর অভাবটা বুকে- স্বভাবজুড়ে নষ্টামি রোজ বিলাইরে তোর শোকে’ এমন করে গানের কথা ও সুর গেঁথেছেন এনএইচ কবি। গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অপু ও রুশা। ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন সৈকত মামুন। কষ্টে বাঁচি কষ্টে মরি প্রসঙ্গে গগন সাকিব জানান, ‘এই গানটি শতভাগ আমার প্যাটার্নের। কোনো এক্সপেরিমেন্ট নেই। শ্রোতারা আমাকে যেমন করে চান- একেবারে তেমন করেই গানটি তৈরি করেছি। একই ব্যানারে আমার আরো একাধিক গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। সেগুলোতে ভিন্নতা থাকবে।’ লায়নিক মিউজিকের ব্যানারে এটি গগন সাকিবের তৃতীয় গান। এর আগে ‘দু:খের মুঠো’ ও ‘দু:খের কারাগার’ শীর্ষক দুটি গানে দারুন সাড়া মিলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান