রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

খোলামেলা পোশাকে নীনা গুপ্তাকে কুরুচিকর আক্রমণ নেটপাড়ায়!

বিনোদন ডেস্ক / ২০ জন দেখেছেন
আপডেট : জুন ৯, ২০২৫
খোলামেলা পোশাকে নীনা গুপ্তাকে কুরুচিকর আক্রমণ নেটপাড়ায়!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বয়স যে শুধুই একটা সংখ্যা, তা ফের প্রমাণ করলেন অভিনেত্রী নীনা গুপ্তা। বলিউডের এই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ তারকা সম্প্রতি পালন করলেন তাঁর ৬৬তম জন্মদিন, তাও একেবারে স্টাইলের তুফানে। তবে ফ্যাশনের এই ঝড়েই উঠল সোশ্যাল মিডিয়া বিতর্ক—‘মেট্রো…ইন দিনও’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তাঁর ‘গোল্ডেন ব্রা ও কা‌ফতান লুক’ ঘিরে ট্রোলের ঝড় উঠলেও নীনার পাশে দাঁড়ালেন অগণিত ভক্ত ও সমর্থকরা।

‘মেট্রো…ইন দিনও’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন নীনা গুপ্তা, সঙ্গে ছিলেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠী ও পরিচালক অনুরাগ বসু। নীনার জন্মদিন উপলক্ষে ছবিশিকারিদের সঙ্গে কেক কাটতেও দেখা যায় তাঁকে। তবে অনুষ্ঠান শেষে আলোচনার কেন্দ্রে থাকল তাঁর সাহসী পোশাক— সাদা কা‌ফতান, যার ওপরে ছিল একটি সোনালি ‘বিস্কিট ব্রা’!

বর্ষীয়ান অভিনেত্রীর এই এই সাজ যেমন প্রশংসা কুড়িয়েছে সাহসী আত্মপ্রকাশের জন্য, তেমনই একদল নেটিজেন ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ—“এই বয়সে এমন পোশাক?”, “বয়স বুঝে পোশাক পড়ুন, বাছুন!”।

তবে রইল না চুপ করে বলিউডের প্রকৃত অনুরাগীরা। এক নেট ব্যবহারকারী লিখেছেন, “নারীদের আত্মবিশ্বাসী হতে কীভাবে বলবেন, যদি সমাজ এভাবে ট্রোল করে?” আরেকজনের কথায়, “বিষয়টা স্কিন শো বা কনফিডেন্স নয়, এটা নীনার জীবন, সুতরাং তাঁর পছন্দ অনুযায়ী চলার অধিকার তাঁর রয়েছে।” আর এক নেটিজেনের সঠিক পর্যবেক্ষণ, “নীনাকে নিয়ে বার্তা বাক্সের মন্তব্যগুলো দেখেই বোঝা যায় কেন পরিবার বলে, লোকে কী বলবে!”

এদিকে অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’ মুক্তি পাচ্ছে ৪ জুলাই, যেখানে চারটি আলাদা ভালবাসার গল্পে দেখা যাবে আধুনিক যুগের সম্পর্ক, বিয়ে, কমিটমেন্ট ফোবিয়া এবং নতুন যুগের রোম্যান্স। ছবির অন্যতম প্রাণ হলেন নীনা গুপ্তা—নিজের অভিনয় দক্ষতা আর সাহসী উপস্থিতি দিয়ে যিনি বারবার প্রমাণ করছেন — বয়স নয়, মানসিকতা-ই আসল তারকাখ্যাতির চাবিকাঠি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান