সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

খুবই এক্সাইটেড, বুম্বাদার সঙ্গে কাজ করতে যাচ্ছি: সিয়াম

ফোরাম প্রতিবেদক / ২৯৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২২
খুবই এক্সাইটেড, বুম্বাদার সঙ্গে কাজ করতে যাচ্ছি: সিয়াম
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নাম চূড়ান্ত না হওয়া কলকাতার একটি সিনেমায় ওপার বাংলার অভিনেতা প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এপার বাংলার সিয়াম আহমেদ। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এতে আরও অভিনয় করবেন শ্রাবন্তী ও আয়োষী তালুকদার। আর এখন সিনেমাটির প্রি -প্রোডাকশন চলছে।

সিনেমাটির কাজের জন্য কলকাতায় রয়েছেন এপার বাংলার অভিনেতা সিয়াম। সেখানে সিনেমার তারকাদের সঙ্গে দেখা হয় তার। তাদের সঙ্গে দারুণ সময়ও কাটান তিনি। আর এই সফরে প্রসেনজিতের সঙ্গে সাক্ষাতের অনুভূতি প্রকাশ করেছেন ‘দহন’ সিনেমার নায়ক।

বুধবার (৩ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রসেনজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সিয়াম। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, “দারুণ কিছু মুহূর্ত কাটল তার সঙ্গে। এত হাম্বল একজন মানুষ! খুবই এক্সাইটেড যে বুম্বাদার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তিনি আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সঙ্গে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।”

এর কিছুক্ষণ আগে আবার আরও একটি ছবি পোস্ট করেন সিয়াম। সেখানে সিয়ামের সঙ্গে অভিনেত্রী আয়োষী, শ্রাবন্তী ও প্রসেনজিতকে দেখা গেছে।

জানা গেছে, চলতি মাসেই লন্ডনে শুটিং শুরু হবে সিনেমাটির। দুই জেনারেশনের ও পারিবারিক গল্পের একটি সিনেমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান