দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো বলিউড ছবি ‘খুফিয়া’র টিজার। আর সেখানেই দেখা মিললো বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনের একঝলক। সোমবার (২৯শে আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র টিজার। ৪৭ সেকেন্ডের এই টিজারে অভিনেত্রী টাবুর সাথে দেখা গেছে বাঁধনকে। ছবিটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।
জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি স্পাই থ্রিলার ঘরানার। বাংলাদেশের কিছু বিষয় উঠে এসেছে এই ছবিতে। একারণে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। এই ছবির জন্য প্রথমে বিদ্যা সিনহা মিম ও পরে মেহজাবীন চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন বিশাল ভরদ্বাজ। তবে বিতর্কিত গল্পের কারণে কেউই রাজি হননি ছবিটি করতে। পরে বাঁধনকে প্রস্তাব দেওয়া হলে তিনি ছবিটিতে অভিনয়ে রাজি হন।
থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি।
You must be logged in to post a comment.