মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন

‘খিলাড়ি’র নায়িকা আয়েশা বললেন, ‘এখানে বন্ধুত্ব টেকে না’

ফোরাম প্রতিবেদক / ১৪৮ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২২
‘খিলাড়ি’র নায়িকা আয়েশা বললেন, ‘এখানে বন্ধুত্ব টেকে না’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সিনে দুনিয়ায় বন্ধুত্ব টেকে না। এমন মন্তব্য করেছেন এক সময় লাখো পুরুষের হৃদয় জয় করা বলিউড নায়িকা আয়েশা জুলেখা। ‘খিলাড়ি’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর পর্দার রোম্যান্স ঝড় তুলেছিল। কিন্তু বর্তমানে অক্ষয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই।

প্রাক্তন সহকর্মী অক্ষয় কুমার, সালমান খানের সঙ্গে তাঁর কি এখনও যোগাযোগ রয়েছে? এই প্রশ্নেরই জবাব দিতে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘এখানে বন্ধুত্ব টেকে না। কারণ, আপনি কাজ করছেন। তাঁরাও কাজ করছেন। ফলে সব জিনিসই বদলাতে থাকে। নতুন বন্ধু তৈরি হয়। আসলে সমস্যাটা আমারই। আমি যোগাযোগ রাখি না। তবে যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে, তাঁরা হলেন গোবিন্দা, জ্যাকি শ্রফ। যে কোনও প্রয়োজনে ওঁদের বলতে পারি।’’ তবে, সালমান ও অক্ষয়ের মন ভাল বলে মন্তব্য করেছেন আয়েশা।

রিতো রিবা বাদ পড়ায় ‘ইন্ডিয়ান আইডল’ বয়কটের ডাক

এর আগে, এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা বলেছিলেন, তাঁকে যদি সালমানের বৌদির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তা হলে তিনি করবেন না। তাঁর কথায়, ‘‘জানি না, আমার খুব অদ্ভুত লাগবে, যদি সালমান বা অন্য কোনও সহকর্মীর বৌদি বা মায়ের চরিত্রে অভিনয় করতে হয়। জানি না, হয়তো করব না।’’ সালমানের সঙ্গে ‘কুরবান’ সিনেমাতে অভিনয় করেছেন আয়েশা।

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘হাশ হাশ’ সিরিজে অভিনয় করেছেন আয়েশা। এর আগে নব্বইয়ের দশকে ‘খিলাড়ি’, ‘কুরবান’, ‘জো জিতা ওহি সিকন্দর’, ‘চাচি ৪২০’-এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান