এবারের বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এর মধ্যে শেষ চারটি ম্যাচে মহম্মদ শামির পারফরম্যান্স ছিল তাক লাগানো। এই চার ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন তিনি। আর এমন দুর্দান্ত পারফরম্যান্সের বদৌলতে এবার বলিউড থেকে পেলেন বিয়ের প্রস্তাব। তাঁকে বিয়ে করতে চাইছেন অভিনেত্রী পায়েল ঘোষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি মনের কথা প্রকাশ করেছেন পায়েল। তিনি লেখেন, ‘শামি তুমি তোমার ইংরেজিটা শুধরে নাও। আমি তোমায় বিয়ে করার জন্য প্রস্তুত।’
মুহূর্তেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় অভিনেত্রীর এই স্ট্যাটাস। তবে ক্রিকেটার শামি এখনও তাঁর প্রস্তাবে কোনো উত্তর দেননি।
এরইমধ্যে গুগলের সার্চ বক্সে পায়েল ঝড়! সবার প্রশ্ন কে এই অভিনেত্রী? একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পায়েল একজন কলকাতার মেয়ে। তাঁর জন্ম ১৯৯২ সালে। কলাকাতার সেন্ট পল মিশন স্কুল থেকে পাশ করে স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি মুম্বাইয়ে পাড়ি জমান নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। ইতোমধ্যে একাধিক ছবিতেও কাজ করেছেন তিনি। ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সিনেমা।
এদিকে, মহম্মদ শামি এখন সিঙ্গেল। আগে একটি বিয়ে করেছিলেন। তবে বিয়েটা মোটেই সুখকর হয়নি। তাঁর একটি মেয়েও আছে। ডিভোর্সের পর তাঁর মেয়ে এখন স্ত্রীর কাছেই থাকছে। তবে এই বিশ্বকাপের জন্য শামিকে তাঁর স্ত্রী যেমন শুভেচ্ছা জানাতে নারাজ, তখন অন্য মেয়েরা তাঁর জন্য পাগলপারা। লাগাতার বিয়ের প্রস্তাব পেয়েই চলেছেন তিনি।
You must be logged in to post a comment.