আইনের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এতে ১৮টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় অভিযোগটি করেন এই চিত্রনায়িকা। জিডি নম্বর ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন বলে জানান তিনি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই চিত্রনায়িকা জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’—এমন শিরোনামে কনটেন্ট প্রচার করতে দেখা যাচ্ছে। শুরুতে এসব কনটেন্ট পাত্তা দেননি শিরিন শিলা। কিন্তু বিষয়টি ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। যা রীতিমতো তাঁর ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলেও আশঙ্কা করছেন তিনি।
শিরিন শিলা বলেন, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
উল্লেখ্য, শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভিসহ অনেকে।
You must be logged in to post a comment.