বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

ক্যামেরুনের বিপক্ষে নেই নেইমার-দানিলো-সান্দ্রো

ফোরাম প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৩০, ২০২২
ক্যামেরুনের বিপক্ষে নেই নেইমার-দানিলো-সান্দ্রো
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ডান পায়ের গোড়ালির চোটে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও তাকে পাচ্ছে না ব্রাজিল। দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন, সেলেসাও তারকার ম্যাচটি খেলা হচ্ছে না।

দুঃসংবাদের এখানেই শেষ নয়। গোড়ালির চোটে পড়ায় লেফট ব্যাক দানিলো এবং পেশির চোটে রাইট ব্যাক অ্যালেক্স সান্দ্রোও ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামতে পারছেন না।

টানা দুই জয়ে নকআউট পর্বে খেলার টিকিট হাতে পেয়ে গেলেও চোট সমস্যা সেলেসাওদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। কোচ টিটেকে দল সাজানোর কাজে বাড়তি নজর দিতে হচ্ছে।

নেইমারের অবস্থা সম্পর্কে লাসমার বলেছেন, সোমবার নেইমারের গায়ে জ্বর ছিল। যদিও তা সামান্য হওয়ায় গোড়ালির চিকিৎসায় প্রভাব ফেলবে না।

ঠিক কবে নাগাদ নেইমার মাঠে ফিরতে পারবেন তা অবশ্য জানাননি লাসমার। কোচিং স্টাফরা দাবি করেছেন, নেইমার দ্রুতই আবারও বিশ্বকাপে খেলতে নামবেন।

শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে ব্রাজিল। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে হবে ম্যাচটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান