বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

ক্যানসারে মারা গেলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা

বিনোদন ডেস্ক / ৩১ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ক্যানসারে মারা গেলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন মিস ইন্ডিয়া ত্রিপুরা-২০১৭ রিংকি চামকা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হলো এ তারকার।

২০২২ সালে প্রথম ক্যানসার শনাক্ত হয় রিংকির। ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যানসার হয়েছিল তার। এরপর সার্জারি হয়। কিন্তু তাতে কোনো শঙ্কা কাটিয়ে উঠা সম্ভব হয়নি। ক্যানসার ছড়িয়ে পড়ে ফুসফুসে। যা পরবর্তীতে থাবা বসায় মস্তিষ্কে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শেষ দিকে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়েছিল রিংকির। এমনকি কেমো পর্যন্ত নিতে পারতেন না। নানা চেষ্টা থাকার পরও বুধবার মৃত্যু হয় রিংকির।

জানা গেছে, শেষ দিকে রিংকির শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে সকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত ২২ ফেব্রুয়ারি। আইসিইউতে ভর্তি ছিলেন। ভেন্টিলেশনে ছিলেন। একটি ফুসফুস প্রায় কাজ বন্ধ করে দিয়েছিল।

এদিকে ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এর খরচ বহন করা সম্ভব হচ্ছিল না রিংকির। এ জন্য সোশ্যার মিডিয়ায় একটি পোস্ট করে সবার কাছ থেকে আর্থিক সহায়তাও চেয়েছিলেন। তখন নিজের রোগ সম্পর্কে কথা বলেছিলেন তিনি।

রিংকি তখন পোস্টে লিখেছিলেন, আমি ও আমার পরিবার খুবই কঠিন সময় পার করছি। গত দুই বছর ধরে আমার চিকিৎসার জন্য আমাদের বড় সঞ্চয় খরচ হয়ে গেছে। এ জন্য এখন কেউ ডোনেশন দিলে সেটা গ্রহণ করছি আমরা।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ইন্ডিয়া ত্রিপুরা খেতাব লাভ করেন রিংকি। ওই বছরই মানুষী চিল্লার মিস ইন্ডিয়া হয়েছিলেন। আর পরবর্তীতে মিস ওয়ার্ল্ড খেতাবও পান তিনি।

এছাড়া তার সম্পর্কে জানা যায়, রিংকির স্বপ্ন ছিল তার বাবার মতো বড়। তিনিই প্রথম ভারতীয় নারী মডেল এবং চাকমা সম্প্রদায়ের প্রথম মডেল। এছাড়া ত্রিপুরা রাজ্য থেকেও সেই প্রথম ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান