বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনের সীমা নেই। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন শোনা যাচ্ছে। ‘মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন’- এমন অনেক মন্তব্য ভেসে বেড়ায় নিয়মিত।
সম্প্রতি ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে আবারও সেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠলো! নিজের আসন্ন সিনেমার শুটিং শেষ করে সোমবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। ফেরার পথে একটি বড় আকারের কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
কমলা রঙের ওড়নার সঙ্গে মিলিয়ে পরা বেইজ কুর্তায় বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি এবং ভিডিও শেয়ার হওয়ার পরপরই ফের নতুন করে তার গর্ভাবস্থার গুজব ছড়াতে শুরু করে। যেহেতু ক্যাটরিনাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাকে দেখা গেছে, ভক্তরা অনুমান করছেন যে অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। অনেকেই ছবিগুলো শেয়ার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তবে কি সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা? নেটিজেনরাও বিভিন্ন পোস্টে নিজেদের মন্তব্য করে যাচ্ছেন। তাদের মতে, অভিনেত্রী প্রেগন্যান্ট। আর এ কারণেই ভারী কোনো শুটিং তিনি করছেন না। পোশাকেও পরিবর্তন এনেছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো রকম বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে হরর-কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’-এ। ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাকে শিগগিরই সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এ দেখা যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
You must be logged in to post a comment.