শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

ক্যাটরিনার স্বামীর সিনেমা থেকে সারা বাদ

ফোরাম প্রতিবেদক / ১৩৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৭, ২০২২
ক্যাটরিনার স্বামীর সিনেমা থেকে সারা বাদ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডে সম্প্রতি ভিকি কৌশল আর সারা আলি খান ‘দ্য ইমমর্টাল অশ্বথামা’ নামে একটি ছবিতে জুটি বাধার কথা ছিলো। প্রায় দুই বছর আগে ছবিটির কাজ শুরুর হওয়ার ঘোষণা আসলেও করোনার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল ছবিটিতে থাকছেন। তবে ছিটকে পড়েছেন সাইফ আলির কন্যা সারা আলি খান।

বলিউডে আর ভরসা রাখতে পারছেন না ক্যাটরিনা?

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির কাজ দীর্ঘদিন থেমে থাকার পর পুনরায় কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী, একজন তরুণীর প্রয়োজন ছিল। এজন্যই সারা আলি খানকে চূড়ান্ত করা হয়েছিল।

মানুষের দুর্লভ বৈশিষ্ট্যের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাঠগোলাপ’

কিন্তু চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলি খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়স্কা নায়িকা প্রয়োজন।

যদিও সারা আলি খানের পরিবর্তে এখন কাকে নেওয়া হবে, সেটি চূড়ান্ত হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান