১৫ই ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনার মেরি ক্রিসমাস। এ ছবিতে ক্যাটরিনা জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতির সাথে। ছবিটি পরিচালক শ্রীরাম রাঘবন।
জানা গেছে, হিন্দি ও তামিল দুই ভাষাতেই ‘মেরি ক্রিসমাস’ তৈরি করা হয়েছে। দুই ছবিতে নায়ক-নায়িকা এক থাকলেও পার্শ্ব চরিত্রাভিনেতারা আলাদা। হিন্দি ভার্সনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দকে। এর তামিল ভার্সনে থাকছেন রাধিকা সারথকুমার, শানমুগারাদা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়ামকে।
ছবিতে পরী নামের এক শিশুশিল্পীকেও দেখা যাবে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে অশ্বিণী কালসেকর ও রাধিকা আপ্তেকে। ১৫ই ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘মেরি ক্রিসমাস’।
You must be logged in to post a comment.