মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

কোলে মৃত সন্তান নিয়ে মমর প্রতিবাদ

বিনোদন প্রতিবেদক / ১২০ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৫, ২০২৩
কোলে মৃত সন্তান নিয়ে মমর প্রতিবাদ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ইসরায়েল-হামাস সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। চোখ মেললেই খোলা আকাশের নিচে সারি সারি লাশ, ধসে যাওয়া ভবন আর বাস্তুচ্যুত মানুষের হাহাকার। এবার ঢাকার মঞ্চে উঠে এলো তেমনই এক খণ্ডচিত্র। কোলে মৃত সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ফিলিস্তিনি মা! চোখেমুখে তাঁর ভয় আর আর্তনাদের ছাপ! শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টের মঞ্চে এভাবেই হাজির হন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

কনসার্টে একজন ফিলিস্তিনি মায়ের ভূমিকায় হাজির হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এটা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ। আমরা যুদ্ধ চাই না। যেই শিশুটি জন্মের পরই মারা যাচ্ছে, সে কিন্তু জানেই না, কেন সে মারা যাচ্ছে। শিশুটির সুন্দর একটা জীবনযাপন করার সুযোগও হয় না! আমরা তেমনটাই দেখেছি ফিলিস্তিন যুদ্ধে। এই গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা শান্তি চাই।’

মম আরও বলেন, ‘সব চরিত্রের নাম হয় না। এ চরিত্রের নাম বলা যেতে পারে মানবতার জন্য। এখানে যেকোনো নাম কিংবা যেকোনো মানুষ হতে পারে।’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কনসার্টটির আয়োজন করেছিল আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। এতে অংশ নেওয়া ব্যান্ড ও শিল্পীরা কেউই পারিশ্রমিক নেননি। আর কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে।

উল্লেখ্য, ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্টে অংশ নিয়েছিল আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ব্যান্ড। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লিমন, ব্ল্যাক জ্যাং, মুয়ীজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানিসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান