শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

বিনোদন প্রতিবেদক / ৪৭ জন দেখেছেন
আপডেট : জুন ১৬, ২০২৪
কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এবার পাঁচ সিনেমার কোরবানির ঈদ। গেল রোজার ঈদে ঢালিউডের লেজেগোবরে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যাটা আশ্বস্ত হওয়ার মতো। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মুক্তি নিশ্চিত করেছে— তুফান, ময়ূরাক্ষী, আগন্তুক, রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড সিনেমাগুলো।

উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে ‘তুফান’ সব থেকে বেশি আলোচনায় আছে। বিগ বাজেটের এই সিনেমায় প্রথমবার অভিনয় করেছেন শাকিব খান ও টলিউডের মিমি চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। পরিচালনা করেছেন রায়হান রাফী।

এরইমধ্যে প্রকাশ পেয়েছেন ছবির টিজার ও গান। এতে শাকিবের নতুন অবতার দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে ঢালিউড কিংকে।

প্রেম-প্রতারণা আর বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। তার নায়ক সুদীপ বিশ্বাস দ্বীপ।

ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির ফার্স্টলুক ও টিজার নজর কেড়েছে নেটিজেনদের। তাই ভালোকিছুর আশায় বুক বেঁধেছেন পরিচালক। এদিকে মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা।

শ্যামল মাওলা ও পূজা চেরী অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি সাইকোলজিক্যাল-থ্রিলারধর্মী। ২০১৮ মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘রাতসাসান’র অনুকরণে নির্মিত হয়েছে এটি। পরিচালক সুমন ধর প্রকাশ্যে এ নিয়ে কিছু না বললেও, প্রকাশিত টিজারে তেমনটাই আন্দাজ করা যায়।

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

তবে এমন গল্পে সিনেমাটি নির্মাণ করলেও সমালোচনার মুখে পড়ছেন না পরিচালক। বরং তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন নেটনাগরিকরা।

বুবলী ও রোশানকে নিয়ে গতানুগতিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’ নির্মাণ করেছেন মো.ইকবাল। পরিচালকের দাবি, এটিই হতে যাচ্ছে ঈদের সেরা ছবি। যদিও সদ্য উন্মুক্ত হওয়া ট্রেলার সেভাবে আলোচিত হয়নি। বরং সমালোচনার মুখে পড়ছেন তিনি।

সিনেমায় রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ।

ক্রাইম-থ্রিলার ছবি ‘ডার্ক ওয়ার্ল্ডে’ অভিনয় করেছেন মুন্না খান। তিনিই এর প্রযোজক। তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন কলকাতার কৌশানি মুখার্জী। আর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

যতটুকু জানা যায়, সামাজিক মাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে প্রতারণা করে একটি চক্র। তাদের নির্মূলের অভিযান নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালকের মতে, গল্পভিত্তিক সিনেমা হওয়ায় দর্শকের কাছে ভালো লাগবে।

রোজার ঈদে মুক্তি পেয়েছিল ১১টি সিনেমা। সেই সংখ্যা কোরবানির ঈদে নেমে এলো পাঁচে। এখন দেখার পালা, সিনেমাগুলো ব্যবসার নিরিখে কোন ছবি সবার থেকে এগিয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান