ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের নির্বাচনে সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
আজ শনিবার গুলশান শ্যুটিং ক্লাবে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ৩৩ পরিচালক পদের বিপরীতে লড়েছেন ৪৭জন প্রার্থী। রাজধানীসহ সারাদেশের ৭২৬ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪৭ জন। তার মধ্যে সম্মিলিত পরিষদের ৩৩ জন প্রার্থী জয়ী হয়েছে। মুক্তধারা পরিষদের ১৪ জন প্রার্থীর কেউই জয় পায়নি।
সম্মিলিত পরিষদেও নেতারা, ক্যাবলটিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা দেন। কোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার নুরুল হক সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য দুই পক্ষের প্রার্থীদের ধন্যবাদ জানান।
You must be logged in to post a comment.