আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’ (আইসিবিসি এক্সপো-২০২৫) মেলা অনুষ্ঠিত হবে। আজ (সোমবার, ২৪ মার্চ) কোয়াবের সভাপতি এ. বি. এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়ে, বাংলাদেশের ক্যাবল টিভি ব্রডকাস্টিং ও কমিউনিকেশন শিল্প বর্তমানে এক নতুন যুগের মুখোমুখি। পরিবর্তনশীল প্রযুক্তি, সম্প্রচার নীতিমালা ও ডিজিটাল বিপ্লব আমাদের ইন্ডাস্ট্রিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কোয়াব অত্যন্ত গর্বের সাথে ‘আইসিবিসি এক্সপো ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে, যা হবে দেশের সবচেয়ে বড় ক্যাবল ব্রডকাস্টিং ও ডিজিটাল কমিউনিকেশন এক্সপো।
কোয়াবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আগামী ২২, ২৩ ও ২৪ মে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘আইসিবিসি এক্সপো ২০২৫’ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, এই মেলাটি হবে দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীদারদের জন্য এক মিলনমেলা। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে উন্নত প্রযুক্তি, নতুন উদ্ভাবন, ব্যবসায়িক সম্প্রসারণ ও নীতিনির্ধারকদের সাথে আলোচনা হবে।
আজকের ব্রিফিংয়ে ‘আইসিবিসি এক্সপো ২০২৫’এর মূল উদ্দেশ্যগুলোও তুলে ধরা হয়েছে। সেগুলো হলো-
১. ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, ক্যাবল ও স্যাটেলাইট টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।
২. দেশ বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
৩. টেকনোলজি এক্সপোজিশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), আইআইজি, এনটিটিএন, ব্রডকাস্টিং হার্ডওয়্যার, স্মার্ট টিভি টেকনোলজি এবং ক্লাউড ভিত্তিক কন্টেন্ট ব্যবস্থাপনার প্রদর্শনী হবে।
৪. কেবল টিভি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য সকল মহলের সাথে আলোচনা, যোগাযোগ ও সমন্বয় সাধন করা।
৫. স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি। বাংলাদেশের কেবল টিভি ও ব্রডকাস্টিং খাতে উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকনির্দেশনা প্রদান।
You must be logged in to post a comment.