গত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায় ছাত্রলীগ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা
এ ঘটনায় সোশ্যালি মিডিয়ায় নিন্দা প্রকাশ করছেন অধিকাংশ মানুষ। বিভিন্ন ধরনের পোস্টে হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের দাবি মেনে নেয়ার কথা বলছেন তারা। আর এ বিষয়টি নিয়ে কথা বলছেন দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নির্মাতা এবং কনটেন্ট্র ক্রিয়েটররা।
এ বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পরীমণ। সোমবার (১৫ জুলাই) কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারী শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এ ঘটনার একটি ছবি রাত প্রায় ১২টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করে এ নায়িকা লেখেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কথা বলেছেন এ ব্যাপারে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে এ অভিনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এক দীর্ঘ স্ট্যাটাসে লেখেন, ‘আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারে না।’ ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ…।’
এছাড়াও তিনি লিখেছেন, ‘দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’
এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় ছাত্রলীগের হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীদের রক্তাক্ত ছবিগুলো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যার প্রতিবাদ হিসেবে রক্তে রাঙা বিশ্ববিদ্যালয়ের লোগো পোস্ট করেন শিক্ষার্থীরা। সেই ছবিটি মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করে চিত্রনায়িকা শবনম বুবলী লেখেন, ‘শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?’
You must be logged in to post a comment.