জনপ্রিয় সংগীতশিল্পী সুমি শবনম দীর্ঘ বিরতীর পরে সম্প্রতি ‘ভাল্লাগে’ শিরোনামের গানে কন্ঠ দেন। ‘ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে…’ এমন কথার গানটি নেটদুনিয়ায় ভাইরাল হয়। এবার ‘কোঁকড়া কোঁকড়া চুল’ নামের নাটক নির্মাণ করা হয়। নাটকটিতে এই গানটিও ব্যবহার করা হয়।
সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে ‘কোঁকড়া কোঁকড়া চুল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নয়ন বাবু, মম, হারুণ রশিদ, রকি খান, রাদিব, আদিব, আলিফ জাহিদসহ অনেকে।এর চিত্রনাট্য করেছেন জাহেদ জুলহাস।
ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘ভাল্লাগে’ শিরোনামে গানটি শ্রোতাপ্রিয় হয়েছে।মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। এর সংগীত পরিচালনা করেছেন সজিব।গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম।কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার ছিলেন।
You must be logged in to post a comment.