শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

কেমন সঙ্গী চান কৃতি স্যানন? জানালেন নিজেই

বিনোদন ডেস্ক / ৩৭ জন দেখেছেন
আপডেট : মে ১২, ২০২৪
কেমন সঙ্গী চান কৃতি স্যানন? জানালেন নিজেই
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অনেক আগে থেকে কানাঘুষো চলছিল যে, মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। লন্ডনের সফল শিল্পপতি কবীর বহিয়া। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইটে কৃতি-কবীরের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। লন্ডনে জমিয়ে দোল উদ্‌যাপন করেছিলেন এ জুটি।

জানা গেছে, কবীরের বাবা লন্ডনের প্রথম সারির শিল্পপতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন, সঙ্গীর মধ্যে কী কী গুণ চান তিনি।

তার কথায়, দু’জনের সব কিছু একই হতে হবে এমন তো কোনও মানে নেই! এর পরে তিনি যোগ করেন, সঙ্গীকে কী রকম হতে হবে সেটা বলার অর্থ তার ওপর চাপ সৃষ্টি করা।

তিনি মনে করেন, যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায়, যার জন্য হাসতে পারা যায় সেই আসল সঙ্গী। আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাকে। কোনও রকম ভণিতা ছাড়াই ভেতরের যে আসল মানুষটাকে দেখতে পাব সেই আদর্শ সঙ্গী আমার কাছে।

বর্তমানে কৃতির ঝুলিতে দু’টি হিট ছবি। ‘দো পাত্তি’ ছবির মাধ্যমে শীঘ্রই প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করবেন কৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান