বিশাল বাজেটে নির্মিত হয়েছে দক্ষিণী নায়ক জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের ‘দেবারা: পার্ট ওয়ান’। মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করে নেয় সিনেমাটি।
এদিকে, জুনিয়র এনটিআরকে নিয়ে দীর্ঘ ৮ বছর পর ছবি নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। সবমিলিয়ে মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এটি। বিশেষ করে সিনেমাটিতে ব্যবহৃত ‘দাবুড়ি’ গানটি নজর কাড়ে। কিন্তু মুক্তির পর প্রেক্ষাগৃহে গিয়ে হতাশ হন দর্শকরা। কারণ থিয়েট্রিক্যাল ভার্সন থেকে গানটি বাদ দেওয়া হয়েছিল। ভক্তদের অনুরোধে মুক্তির এক সপ্তাহ পর ফের সিনেমাটিতে এটি যুক্ত করেন নির্মাতারা।
অবশেষে জানা গেল কেন গানটি বাদ দেওয়া হয়েছিল? বিষয়টি জানিয়েছেন জুনিয়র এনটিআর। কারণ ব্যাখ্যা করে এ নায়ক বলেন, ‘আমাদের মনে হয়েছিল, গুরুগম্ভীর গল্পে ছন্দপতন ঘটবে। গানটি সেই ছন্দপতনের কারণ হবে। গল্পটির বর্ণনার গতিকেও এ গান থামিয়ে দেবে। আমরা যখন গল্প বলছি, তখন গান ব্যবহার করে এর নির্যাসকে নষ্ট করতে চাইনি।’
দেবারা সিনেমা নির্মাণে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতারা। সিনেমাটির ভিএফএক্সের জন্য অনেক ব্যয় হয়েছে। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবি। এরমাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো তাঁর। এ ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান।
প্রায় ৩০০ কোটি বাজেটের ছবিটি মুক্তির প্রথম দিন ৮২ দশমিক ৫ কোটি আয় করেছিল। আর প্রথম সপ্তাহে আয় করে ২১৫ দশমিক ৬ কোটি রুপি।
You must be logged in to post a comment.