‘নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে আমি অনেক খুঁতখুঁতে, এই কথাটি সবসময় বলে এসেছি। যেহেতু আমরা আর্টিস্ট। মিডিয়ার সঙ্গে জড়িত। তারচেয়েও বড় কথা হচ্ছে আমরা মেয়েরা সৌন্দর্য বিষয়ক কাজে যুক্ত থাকতে দারুণভাবে পছন্দ করি। নারীদের সৌন্দর্য নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে এমন সুন্দর আয়োজনে আসতে পারলে দারুণ লাগে আমার’—বলছিলেন চিত্রনায়িকা পূজা চেরী।
নায়িকার এই কথা শেষ হতে না হতেই মাইক্রোনের সামনে নায়ক ইমন বলে উঠেন, ‘আমরা আজ শুধু সৌন্দর্যের গল্প বলতে চাই। কারণ অনেক দিন পর এমন সুন্দর একটি অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। এমন সুন্দর আয়োজনে আসার জন্য আমরা ছেলেরাও দারুণ আগ্রহ পাই। কারণ আমরা ছেলে-মেয়ে সবাই কিন্তু সৌন্দর্যকে ভালোবাসি। সৌন্দর্য নিয়ে থাকতে পছন্দ করি।’
গতকাল (১৫ সেপ্টেম্বর) রাজধানীর অভিজাত এক হোটেলের হলরুমে বসে ছিল ১৫৫জন সেলুন মালিক, সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মিলন মেলা। এমন আয়োজনে হাজির হয়েই উপরের কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা পূজা চেরী ও নায়ক ইমন।
‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’ এই শিরোনামের ওই আয়োজনটির মূল সহায়তাকারী ছিল দেশের জনপ্রিয় কসমেকিক্স ব্র্যান্ড হারল্যান। আয়োজনে ছিল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব্যাব)।
প্রসঙ্গত, শুধু ইমন-পূজাই নন, রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত রয়েছেন দেশসেরা নায়ক শাকিব খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরি মণি, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদীন দিঘী।
You must be logged in to post a comment.