ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা কেজিএফ এর দুটি অধ্যায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির পর শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই সিনেমা। বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে এর দুটি পর্বই। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল কেজিএফ চ্যাপ্টার থ্রি আসবে কি না। ভক্তদের উৎকণ্ঠা কমাতে এবার ‘কেজিএফ থ্রি’ এর স্ক্রিপ্ট প্রস্তুত হয়ে গিয়েছে জানিয়ে তাদের আশ্বস্ত করলেন কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল।
নির্মাতা প্রশান্ত নীল এরআগে সুনির্দিষ্ট করে কিছু না বলার কারণে ‘কেজিএফ’-এর তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের মনে ছিল সংশয়। তবে সেই সংশয় দূর করলেন এবার নির্মাতা নিজেই। ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেয়া সাক্ষাৎকারে প্রশান্ত নীল বলেছেন, ‘আমি পরিচালনা করবো কি না জানি না, তবে ইয়াশ সবসময়েই থাকবেন… সিরিয়াস ভাবে বলি এবার, কেজিএফ থ্রি হবে। তবে আমরা এই ব্যাপারে কোনো ঘোষণা দিচ্ছি না এখনই।’
নির্মাতা আরও জানান, ছবির স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে এরইমধ্যে। ‘কেজিএফ টু’ শেষ হয়েছিল ভারতীয় নৌবাহিনীর রকির স্বর্ণে ভরা জাহাজে বোমা ছুড়ে মারা দিয়ে। তৃতীয় কিস্তিতে দেখা যাবে এর পরের ঘটনা।
এর আগে ‘কেজিএফ টু’ মুক্তির পরপর এই সিনেমার নায়ক ইয়াশ এ প্রসঙ্গে জানিয়েছিলেন, অনেক ভালো ভালো দৃশ্য তারা ‘কেজিএফ টু’তে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে কেজিএফ থ্রিতে সেগুলো ব্যবহার করে সিনেমা সুপারহিট করার। তবে পুরোটাই এখনও চিন্তাভাবনার পর্যায়েই রয়েছে।
প্রসঙ্গত, কেজিএফ নির্মাতা প্রশান্ত বর্তমানে প্রভাসের ‘সালার’ মুক্তি নিয়ে ব্যস্ত আছেন। ধারণা করা হচ্ছে এটি কেজিএফ ইউনিভার্সের অংশ। ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি।
You must be logged in to post a comment.