বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৮ পেরিয়ে উনিশ বছরে পা রাখল দেশের জনপ্রিয় এই টিভি চ্যানেল। আজ বুধবার সকালে, সহকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সময় বৈশাখী টিভির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধানসহ বৈশাখীর কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈশাখীর এই অগ্রযাত্রায় দর্শক, শুভ্যনুধ্যায়ী, কলাকুশলী ও কেবল অপরেটরদের শুভেচ্ছা জানিয়ে টিপু আলম বলেন- দেশীয় সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই বৈশাখী টেলিভিশনের লক্ষ্য। পেশাদারিত্ব ও সৃজনশীলতার মিশেলে দেড়যুগ ধরে দর্শকের হৃদয় জয় করে আসছে বৈশাখী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈশাখী টিভির পর্দায় বুধবার দিনব্যাপী থাকছে নানা অনুষ্ঠান।
You must be logged in to post a comment.