সংবাদ উপস্থাপিকা থেকে ঢাকাই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিষেক হয় শবনম ইয়াসমিন বুবলীর। অল্পতেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। ঢালিউড সুপারস্টারের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কয়েকটি সিনেমা করে বেশ প্রশংসিতও হন তিনি। তবে এরই মধ্যে প্রেমের গুঞ্জনে কয়েকবার নাম উঠে এসেছে তার।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, তরুণ নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেম করছেন বুবলী। যা এখন এফডিসি থেকে মিডিয়াপাড়ায় চাউর হয়েছে। এ বিষয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, এটা ভিত্তিহীন খবর। রাফি ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক বেশ পছন্দ করেছে। আর সামনে আরও কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যে এমন সংবাদ খুবই বিভ্রান্তিকর।
বুবলী বলেন, যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারছেন না তারাই হয়তো এসব বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছেন। সত্যি বলতে এসব বিষয়ে কারো সঙ্গে কথা বলতেও ইচ্ছা হচ্ছিল না। আমার কাছে মনে হয়েছে এসব নিয়ে কোনো মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া। কিন্তু গুজবের লাগাম টানা না হলে তা ডালপালা মেলানোর সম্ভাবনা থাকে। এ কারণে কথা বলা।
তিনি বলেন, মাঝে মাঝেই কেউ মনগড়া তথ্য দিয়ে নানা গুজব ছড়ায়, এটাও তারই অংশ। এমনও হতে পারে, দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে আমাকে শুটিংয়ে পাচ্ছে না বলে নতুন টপিক ছড়ানোর চেষ্টা করছে। আর রাফি ভাইয়ের সঙ্গে প্রেম, এ ধরনের কথাই বা উঠবে কেন? এমন কিছু কখনোই রটেনি, তবে এটা রটানো হয়েছে। এটি একদমই জোর করে রটানো হচ্ছে।
এসব সংবাদের বিষয়ে এই বুবলী বলেন, খেয়াল করে দেখবেন এসব সংবাদ সূত্রের বরাতের মতো শব্দ ব্যবহার করে করা হয়েছে। এতে স্পষ্ট যে এর কোনো ভিত্তি নেই। মূলত একটি চক্র এসব করাচ্ছে।
এই অভিনেত্রী আরও বলেন, ভিত্তিহীন তথ্য দিয়ে কোনো গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে যেন সংবাদ করা হয়। যদি তা না করা হয় তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি।
You must be logged in to post a comment.