প্রায় বছর দশেক হল বলিউড ছেড়ে হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনসাকে নিয়ে সাজিয়েছেন সুখী গৃহকোণ।
সংসারের নানা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী। তবে আচমকাই চোট পেলেন প্রিয়াঙ্কা। গলায় লম্বা দাগ। অনেকটাই কেটে গিয়েছে অভিনেত্রীর। কিন্তু কী ভাবে এমন আঘাত পেলেন তিনি?
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আমেরিকায় স্বামী নিকের সঙ্গে নয়, বরং প্রিয়াঙ্কা এখন রয়েছেন অষ্ট্রেলিয়ায়। সঙ্গে রয়েছে মেয়ে মালতী। সেখানেই প্রিয়াঙ্কা তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এ ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবি।
ছবিতে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অ্যাকশনধর্মী ওই সিনেমার এক দৃশ্যে অভিনয় করার সময় আহত হন প্রিয়াঙ্কা। নিজের গলায় কাটা দাগের ছবি মেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘প্রফেশনাল হ্যাজার্ড অন মাই জব’।
আনন্দবাজার জানিয়েছে, একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন তিনি। মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’-এর। ছবিটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
You must be logged in to post a comment.