ভার্টিগোর সমস্যায় ভুগছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ভার্টিগো হলো হঠাৎ মাথা ঘোরা। এই সমস্যা নিয়েই চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন তিনি।
গতকাল বুধবার (৭ আগস্ট) ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই রোগের কথা জানিয়েছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন পরী মণি। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!’
পরীর অসুস্থতার খবর শুনে নেটিজেনরা তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার সিনেমা ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। এ ছাড়াও বাংলাদেশে ‘রঙিলা কিতাব’র শুটিং শেষ করেছেন তিনি।
You must be logged in to post a comment.