কাজ যতই ভাল হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যে ভাবেই হোক খুঁত খুজে বের করবেন, দাবি অনন্যা পাণ্ডের। একাধিক বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতা নিয়েও বার বার প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছেন অনন্যা। জানান কাজ যতই ভাল হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যে ভাবেই হোক খুঁত খুজে বের করবেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের প্রশংসা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো। নেটিজেনরা মনে করেছেন, এই পোস্ট করেই সম্পর্কে সিলমোহর দিলেন ওয়াকার। সম্পর্ক নিয়ে এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন চাঙ্কি-কন্যা।
জুলাই মাসে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। ওয়াকার পেশায় প্রাক্তন মডেল। বর্তমানে তিনি অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত।অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা।
তাদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।”
You must be logged in to post a comment.