ভারতীয় গানের জগতের উজ্জ্বল নক্ষত্র লাকি আলী। অসংখ্য শ্রোতাপ্রিয় গান রয়েছে তার। এ ছাড়া একাধিক সিনেমায় অভিনয় করেও দর্শকের মন জয় করেছেন। তবে ইদানিং গানের চেয়ে বিভিন্ন ধরনের মন্তব্যের কারণে চর্চায় থাকেন।
সমাজ মাধ্যমে বেশ সক্রিয় লাকি আলী। সেখানেই নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি গায়কের একটি মন্তব্যকে কেন্দ্র করে দানা বেঁধেছে বিতর্ক।
ইসলাম ধর্মের অনুসারী লাকি আলী জানিয়েছেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে খুবই একা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন— পৃথিবীতে মুসলমান হওয়া এখন একাকিত্বের ব্যাপার। নবীর সুন্নাহ অনুসরণ করা একাকিত্বের বিষয়, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে যাবে, বিশ্ব আপনাকে সন্ত্রাসী বলবে।
হঠাৎ তিনি এমন ভাবনার কথা কেন প্রকাশ করলেন, তা অবশ্য ব্যাখ্যা করেননি। তবে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন। একজন লিখেছেন— ওস্তাদজি, ভালো মানুষ আছেন, খারাপ মানুষও আছেন। যাই হোক, আপনি একজন কিংবদন্তি এবং সর্বদা থাকবেন। আর প্রত্যেক ভালো মানুষই একজন ভালো মানুষ; সে লাকি আলী হোক বা লাকি শর্মা।
প্রশ্ন ছুড়ে দিয়ে আরেকজন লিখেছেন— এটাও কি গুরুত্বপূর্ণ? যদি আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, তবে তারা কখনো আপনার বন্ধু ছিল না। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে, আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের মানুষের মানসিকতা বুঝতে সক্ষম হয়েছেন, অন্যথায় সারা জীবন আপনি দ্বিধা-দ্বন্দ্বে থাকতেন। ভুল সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকাই ভালো। আমরা যখন বস্তুবাদী মানুষ দ্বারা ঘেরা থাকি, তখন শান্তি-আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া কঠিন। নবীর সুন্নাহ পুঁজিবাদ বিরোধী, তাই তারা মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করে।
এ রকম আরও অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও তিনি সেসবের কোনো প্রতিউত্তর করেননি।
লাকি এখন বেঙ্গালুরুর বাসিন্দা। ৬৫ বছর বয়সেও নিয়মিত কনসার্ট করছেন। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে।
You must be logged in to post a comment.