বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

‘কাশ্মীর ফাইলস’কে টেক্কা দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’

ফোরাম প্রতিবেদক / ৮৮ জন দেখেছেন
আপডেট : মে ৮, ২০২৩
‘কাশ্মীর ফাইলস’কে টেক্কা দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ঘিরে পুরো ভারত জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। সেসময় এক দল যেমন ছবিটির পক্ষ নিয়েছিল, ঠিক তেমনই অন্য এক দল এই ছবির চুলচেরা বিশ্লেষণ করেছিলেন।

বছর ঘুরতে না ঘুরতেই সদ্য মুক্তি প্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’কে ঘিরে পুনরাবৃত্তি হচ্ছে একই ঘটনার। তবে মুক্তি পাওয়ার পর আয়ের দিক থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও হারিয়ে দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে সুদীপ্ত সেন পরিচালিত বিতর্কিত এই সিনেমা। আর মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় ৩৯.৭৩ শতাংশ বেড়ে রীতিমত চমকে দিলো সবাইকে।

বলিউড রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটির আয় যেখানে ৮.০৩ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনে এর আয় বেড়ে দাঁড়িয়েছে ১১.২২ কোটি রূপি।

ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে ঘিরে গভীরভাবে দানা বাঁধে বিতর্কের। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এজন্য কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন।

শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান