একটি মার্ডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। বলা হচ্ছিল সালজার রহমান পরিচালিত কালপুরুষের কথা। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির টিজার।
পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নাই এমন একটি কথা দিয়েই শুরু হয়েছে অরিজিনাল সিরিজ কালপুরুষ- এর টিজার। ইউটিউবে শনিবার সন্ধ্যায় মুক্তি পায় প্রায় ১ মিনিটের এই টিজারটি।
সংক্ষিপ্ত এই ভিডিওতে দেখা যায়, কেবল রহস্যের ধোঁয়াশা ও প্রশ্ন। একটি মৃত্যুকে ঘিরে গল্পের ডালপালা মেলেছে। এই সিরিজের মাধ্যমে অন্য এক নাঈমকে পেয়েছে দর্শকেরা। অভিনয়ের জন্য বাড়িয়েছেন ৩৫ কেজি ওজন। আর এ নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনায় আছেন তিনি।
টিজারের শেষে চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিনা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ আরো অনেকে।
থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার এই ওয়েব সিরিজটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সালজার রহমান। সিরিজটি খুব শিগগিরই চরকিতে মুক্তি পাবে।
You must be logged in to post a comment.