বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

কাপিল শর্মা শো ছাড়লেন চন্দু চায়েওয়ালাও

ফোরাম প্রতিবেদক / ২৩২ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৮, ২০২২
কাপিল শর্মা শো ছাড়লেন চন্দু চায়েওয়ালাও
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নতুন ভাবে নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে দ‍্য কাপিল শর্মা শো। ঝাঁ চকচকে অবতারে ইতিমধ‍্যেই দর্শকদের চমকে গিয়েছেন কৌতুকশিল্পী কাপিল। আবার একঝাঁক তারকা, নতুন নতুন ছবির প্রচার আর দমফাটা হাসির পসরা সাজিয়ে বসতে চলেছেন তিনি। কিন্তু তার আগেই একের পর এক বিপদে পড়ছেন কাপিল।

হিন্দি টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় শো দ‍্য কাপিল শর্মা শো। শুধু হাসিমজায় ভরা চিত্রনাট‍্যের জন‍্য নয়, আরো একটি কারণে এই শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডের বেশিরভাগ প্রথম সারির অভিনেতা অভিনেত্রীই এই শোতে এসে ছবির প্রচার করার সুযোগের জন‍্য অপেক্ষা করে থাকেন। টিআরপিও তাই সবসময় হাই থাকে কাপিল শর্মা শোয়ের।

কিন্তু এবারে শোয়ের পরিস্থিতি বেশ খারাপ। একে একে কাপিলের শোয়ের গুরুত্বপূর্ণ সদস‍্যরা শো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এই শোয়ের দুই অত‍্যন্ত জনপ্রিয় সদস‍্য ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেকের বেরিয়ে যাওয়ার খবর আগেই প্রকাশ‍্যে এসেছিল‌। এবার তালিকায় বাড়ল আরো এক নাম, চন্দন প্রভাকর।

দ‍্য কাপিল শর্মা শোতে চন্দু চায়ে ওয়ালার চরিত্রে অভিনয় করেন তিনি। সংবাদ মাধ‍্যমকে চন্দন জানান, কিছুদিনের বিরতি নেওয়ার জন‍্য শো ছেড়ে দিচ্ছেন তিনি। এই শোয়ের নতুন সিজনে তাঁকে আর দেখা যাবে না। শো ছাড়া তেমন কোনো নির্দিষ্ট কারণ নেই, শুধু একটা বিরতি নিতে চান তিনি।

কাপিল শর্মা শো তে থাকছেন না ভারতী সিংও। তিনিও রয়েছেন বিরতিতে। পাশাপাশি সারেগামাপা লিটিল চ‍্যাম্পসে সঞ্চালনা করবেন তিনি। তাই কাপিল শর্মা শোতে নিয়মিত দেখা যাবে না তাঁকে। সন্তানের দায়িত্ব রয়েছে তাঁর, রয়েছে আরো কিছু অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব। তাই কাপিল শর্মা শো থেকে একটু দূরেই থাকবেন ভারতী।

কিছু সমস‍্যার জন‍্য কাপিলের শোতে থাকবেন না গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকও। তাই এবারের সিজনে দেখা যাবে অর্চনা পূরণ সিং, কিকু সারদা, সিদ্ধার্থ সাগর, সুমনা চক্রবর্তীদের। আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কাপিল শর্মা শোয়ের নতুন সিজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান