বরাবরের মতো ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহরে বসেছে কানের চলচ্চিত্র জগতের সম্মানজনক উৎসব। গতকাল থেকে ১২ দিনব্যাপী চলবে এ চলচ্চিত্র আসর।
এই উৎসব ঘিরে হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকায় ভরে ওঠে ফ্রান্সের কান শহর। ৭৭তম আসরে তারকাদের মিলনমেলা চলবে ২৫ মে পর্যন্ত।
প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেখানে পৌঁছেই তিনি নিজের ফেসবুক পেজ এ ছবি শেয়ার করেন। তিনি পোস্টে লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান।’
যেখানে তাকে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেয়েছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। পুরো সাজে রয়েছে স্নিগ্ধ আমেজ।
ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন। বিশ্ব তারকাদের সেখানে যাওয়ার খবর শুনে মনের মধ্যে স্বপ্ন আঁকতেন, তিনিও একদিন যাবেন কান চলচ্চিত্র উৎসবে। তার অভিনীত সিনেমাও প্রদর্শিত হবে। সিনেমা প্রদর্শনের স্বপ্ন আপাতত পূরণ না হলেও এবার নিজ উদ্যোগে উৎসবটি দেখে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
You must be logged in to post a comment.