প্রথম ভারতীয় হিসেবে কানের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।
এ বছরের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য শেমলেস’ ছবিতে অভিনয়ের জন্যে মর্যাদাপূর্ণ এই খেতাব অর্জন করেন অনসূয়া। এরমধ্য দিয়ে প্রথম ভারতীয় কোন অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন।
ভারতের কলকাতার বাসিন্দা অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। সাধারণত বৈচিত্রময় চরিত্রে অভিনয়ে করে থাকেন তিনি। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন।
সিনে জগতে অনেক বছর ধরে কাজ করছেন অনসূয়া। বাংলা ছবিতেও কাজ করেছেন। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে।
সমাজিক যোগাযোগমাধ্যমে কানের বেশ কিছু স্থির চিত্র ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুরষ্কার পাওয়ায় ভীষণ আনন্দের কথা জানিয়েছেন সেখানে।
‘দ্য শেমলেস’ সিনেমাটি মাত্র চার দিনে নির্মাণ করা হয়েছিলো। সেই ছবির হাত ধরেই এই মর্যাদাপূর্ণ পুরষ্কার নিজের করে নেন এই অভিনেত্রী।
বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ‘দ্য শেমলেস’ নির্মাণ করেছেন। এখানে অনসূয়া একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। দিল্লির একটি যৌনপল্লী থেকে একজন পুলিশকে হত্যা করে পালান। এ নিয়েই গল্প এগিয়েছে।
এদিকে অভিনয় ছাড়াও অনসূয়া বলিউডে প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজেও কাজ করেছেন তিনি।
You must be logged in to post a comment.