কানাডায় যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’। জানা গেছে, সেখানে ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবেন তারা।
কানাডার বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে চিরকুটের প্রথম কনসার্ট হবে আগামী ১লা জুলাই। চিরকুটের দ্বিতীয় কনসার্টটি হবে দ্য সিটি অব ক্যালগারিতে।
এরইমধ্যে কনসার্টে যোগ দেওয়ার বিষয়ে চিরকুটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, এখন পর্যন্ত দুটি কনসার্ট নিশ্চিত হয়েছে। এ সফরে আরও বেশকিছু কনসার্টের পরিকল্পনাও রয়েছে।
দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’। দর্শকপ্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রায়ই কনসার্ট করে দলটি। সেই ধারাবাহিকতায় এবার কানাডায় কনসার্ট করতে যাবেন তারা।
You must be logged in to post a comment.