বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলে আহত

ফোরাম প্রতিবেদক / ২২৬ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৩
কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলে আহত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কানাডার টরোন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে।

স্থানীয় সময় সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে ঘটে এ দুর্ঘটনা।

এদিকে ছেলে নিবিড়ের দুর্ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

তাদের কানাডা যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়কের ঘনিষ্ঠজন মোরশেদুল হক পাভেল।

মোরশেদুল হক জানান, কুমার বিশ্বজিৎ দাদা ছেলের দুর্ঘটনার খবর জানা মাত্রই কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে রয়েছেন দাদার ছেলে। বাংলাদেশ সময় ভোর ৪টায় মেজর অপারেশন হয়েছে তার।

টরেন্টো পুলিশ সূত্রে জানা যায়, কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গাড়ি চালাচ্ছিলেন। খুব দ্রুতগতিতে চলছিল গাড়িটি। চালক এক হাইওয়ে থেকে অন্য হাইওয়েতে উঠার সময় টার্ন নিতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জায়গাটি একটু কার্ভ ছিল। হাইওয়ের রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগায় তিনবার উল্টে যায় গাড়িটি। এতে সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লাগে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে। গাড়ির পেছনের সিটে বসা দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আর সামনের সিটে বসা ব্যক্তিকে উদ্ধারের পর ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি।

কুমার বিশ্বজিতের ছেলে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান