বৃহস্পতিবার রাতে কাতার বিশ্বকাপের মিশন শুরু করেছে ব্রাজিল। হেক্সা মিশনের শুরুতে দলের জন্য পাঠানো ভার্চুয়াল বার্তায় কিংবদন্তী ফুটবল তারকা পেলে ব্রাজিল দলকে, ‘এই ট্রফিটি ঘরে নিয়ে এসো’ বলে আহবান জানিয়েছেন।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেয়ার আগ মুহূর্তে ৮২ বছর বয়সী এই আইকন নিজের ইনস্টিগ্রামে অতীত বিশ্বকাপ জয়ের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন। সেখানে নেইমার ও তার দলকে উদ্দেশ্য করে লিখেছেন,‘আজ আমরা নতুন এক গল্প লিখতে শুরু করবো।’
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি শিরোপা জয় করা এই ফুটবল কিংবদন্তী আরো লিখেছেন,‘ সেলেকাওদের প্রতিটি অর্জনে আমাদের ২০০ মিলিয়ন হৃদয় একসঙ্গে স্পন্দিত হবে। আমাদের অবশ্যই প্রতিটি ম্যাচের প্রতি সম্মান দেখাতে হবে এবং ফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে হবে। সুন্দরভাবে খেলা সব সময় গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, মাঠে নিজেদের সর্বস্ব দিয়ে খেলতে হবে।’
ব্রাজিলীয় এই কিংবদন্তী লিখেছেন, ‘আপনাদেরকে অনুপ্রানিত করার জন্য আমি এই ছবি গুলো পাঠাচ্ছি, আমি ইতিবাচক এনার্জি পাঠাচ্ছি, আমি নিশ্চিত আমাদের একটি আনন্দময় সমাপ্তি ঘটবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। তোমরা ট্রফিটি ঘরে নিয়ে এসো।’
ফুটবলের সর্বকালের সেরা তারকা হিসেবে বিবেচিত পেলে বর্তমানে শারিরিক বিভিন্ন সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সামাজিক যোগযোগ মাধ্যমে তিনি সবসময় বেশ সক্রিয়।
You must be logged in to post a comment.