নানা সমালোচনাকে পেছনে ফেলে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপের প্রথম ম্যাচ সফলভাবে আয়োজন করেছে তারা। কাতার বিশ্বকাপকে ঘিরে শুরুতে নানা নেতিবাচক কথা বলা হলেও বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। রোববার (২০ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২.৯৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলোর।
রোববার ফিফা জানায়, বিক্রিত টিকিটের অধিকাংশই কিনেছে কাতার, সৌদি আরব, মেক্সিকো, ব্রিটেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ভারত এবং ব্রাজিল থেকে। এখনও অনেক ফুটবলপ্রেমী সমর্থক টিকিট কেনার জন্য দোহারের টিকিট বুথে ভিড় জমাচ্ছে। একই সাথে অনলাইনেও টিকিটের রয়েছে ব্যাপক চাহিদা। ধারণা করা হচ্ছে, মোট টিকিট বিক্রির পরিমাণ আরও বাড়বে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, গত ৪ বছরের তুলনায় এ বছর ফিফার লভ্যাংশ ১ বিলিয়ন বেড়ে ৭.৫ বিলিয়নে দাঁড়িয়েছে। সামনের বিশ্বকাপেও আরও দল বাড়ার পাশাপাশি দেশগুলোর মাঝে আরও প্রতিযোগিতামূলক ম্যাচ দেখতে চান তিনি।
এদিকে, আল বাইত স্টেডিয়ামে ছোট্ট কিন্তু জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠে এবারের কাতার বিশ্বকাপের। চলতি বিশ্বকাপে ৮ ভেন্যুতে হবে ৬৪ ম্যাচ। আল বাইত, খলিফা, আল থুমামা, আহমেদ বিন আলি হয়ে সর্বোচ্চ ৮০ হাজার আসনের লুসাইলে ১৮ ডিসেম্বর বসবে ফাইনাল।
You must be logged in to post a comment.