বিশ্বকাপ ফুটবলে প্রতিবারই বিনোদন জগতের গ্ল্যামার থাকে কিছুটা। এবারের কাতার বিশ্বকাপও বাদ যাচ্ছে না। তবে এবার ফিফা বিশ্বকাপে যাকে দেখা যাবে সেটা আমাদেরই উপমহাদেশের সুপারস্টার। বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।
ঝুমঝুম যেভাবে হলেন রচনা বন্দ্যোপাধ্যায়
হিন্দি সিনেমায় বেশ কয়েকটি সুপারহিট গানে নৃত্যের ঝলক দেখিয়ে বাজিমাত করেছেন নোরা ফাতেহি। এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি পৌঁছে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।এবার আরেকটি বড় প্রাপ্তি যোগ হতে যাচ্ছে নোরার ঝুলিতে।
আসন্ন ফিফা বিশ্বকাপ আয়োজনে নাচবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি।
এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।
নোরা ফাতেহিকে আবারো জিজ্ঞাসাবাদ
এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সংগীতেও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী।
গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।
You must be logged in to post a comment.