মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

কাতারকে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

ফোরাম প্রতিবেদক / ৯৯ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৩০, ২০২২
কাতারকে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

স্বাগতিক কাতারকে হারিয়ে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে আল বাইত স্টেডিয়ামে ২-০ গোলে জয় পেয়েছে ডাচরা।

শেষ ষোলর টিকিট নিশ্চিত করতে কাতারের বিপক্ষে কমপক্ষে ড্র প্রয়োজন নেদারল্যান্ডসের। এমন সমীকরণ নিয়ে মাঠে নামে নেদারল্যান্ডস। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচে হারা কাতার এদিনও সুবিধা করতে পারেনি।ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম আক্রমণ কওে ডাচরা। ১৬তম মিনিটে ডিপাইয়েল শট চলে যায় ডিবক্সেও উপর দিয়ে।

তবে ২৬তম মিনিটে সাফল্য পেয়ে যায় নেদারল্যান্ডস। বক্সেও মাথায় বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোড়ালো শটে গোল করেন কোডি গাকপো। ২৯তম মিনিটে পাল্টা আক্রমণ করে কাতার। তবে ডিফেন্সেই প্রতিহত হয় সেই আক্রমণ। ৪৫তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করে নেদারল্যান্ডস।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা। বিরতির পর মাঠে ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় ডাচরা। তাতে সাফল্য পেতেও সময় লাগেনি। ৪৯তম মিনিটে ফ্রাঙ্কি ডি জংয়ের শট ঠেকাতে ব্যর্থ হন কাতার গোলরক্ষক।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে কাতার। তবে বলার মতো কোনো সুযোগই তারা সৃষ্টি করতে পারেনি। উল্টো ৬৮ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে তারা। যদিও ভিআর দেখে সেই গোল বাতিল করেন রেফারি। এরপর দুই দলই শত চেষ্টা করে আর গোলের দেখা পায়নি। তাতে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত কওে নেদারল্যান্ডস।

এদিকে, এই গ্রুপের আরেক ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে সেনেগাল। ম্যাচের ৪৪তম মিনিটে ইসমাইল সারের গোলে এগিয়ে যায় সেনেগাল। ৬৭ মিনিটে ময়েস কাইকাডোর গোলে সমতায় ফেওে ইকুয়েডর। এরপর ৭০ মিনিটে ফের এগিয়ে যায় সেনেগাল। শেষ ২০ মিনিটে আরো গোল করতে পারেনি কোনো দল। তাতে এ গ্রুপ থেকে রানারআপ হয়ে নকআউট নিশ্চিত করেছে সেনেগাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান