বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

কাজী নজরুলের স্ত্রী হচ্ছেন স্পর্শিয়া

বিনোদন প্রতিবেদক / ১৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৪, ২০২৪
কাজী নজরুলের স্ত্রী হচ্ছেন স্পর্শিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ‘কাজী নজরুল ইসলাম’ নামের এই ছবি নির্মাণ করছেন আবদুল আলিম। এতে কবির চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের কিঞ্জল নন্দ। আর তাঁর স্ত্রী নার্গিসের ভূমিকায় থাকছেন অর্চিতা স্পর্শিয়া।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন অভিনেত্রী। তবে ইনডিপেনডেন্ট ডিজিটালের পক্ষ থেকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয় যে, কাজী নজরুল ইসলাম সিনেমার ব্যাপারে পরিচালকের সঙ্গে মৌখিক আলাপ সেরেছেন স্পর্শিয়া। প্রাথমিক আলাপে এতে অভিনয়ে সম্মতি জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর পাকা কথা হবে।

এদিকে, বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

প্রসঙ্গত, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। আর সংগীত পরিচালনা দায়িত্বে থাকছেন জয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান