শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

‘কল্কি-২৮৯৮এডি’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা

বিনোদন ডেস্ক / ৩৭ জন দেখেছেন
আপডেট : জুন ১৩, ২০২৪
প্রভাস-দীপিকার ‘কল্কি-২৮৯৮এডি’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রভাস-দীপিকার ‘কল্কি-২৮৯৮এডি’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা, উন্মাদনা—কোনোটারই শেষ নেই। ট্রেলার প্রকাশের পর তা যেন বেড়েছে আরও কয়েকগুণ। হিন্দুধর্ম অনুসারে কল্কি হলেন বিষ্ণুর দশম অবতার, যিনি কলিযুগের অবসান ঘটাবেন। এই পুরাণ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। তবে এতে থাকছে বিজ্ঞানের ছোঁয়া। প্রকাশিত ট্রেলারে সেটারই প্রমাণ মিলল।

যতটুকু জানা যায়, ছবির সময়কাল ২৮৯৮ সাল। ওই সময়টাকে কলিযুগের শুরু হিসেবে ধরা হয়েছে। কাহিনী সাজানো হয়েছে কাশী শহরকে কেন্দ্র করে। যেখানে কেবলই ইয়াসকিনের রাজত্ব। সেই রাজত্বে হানা দেন বিষ্ণুর দশম অবতার কল্কি। সুতরাং বোঝাই যাচ্ছে, ভবিষ্যত পৃথিবীর গল্প বলবে এই ছবি।

ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব। তিনি ছয় হাজার বছর ধরে লুকিয়ে ছিলেন। পিছিয়ে পড়া জাতিকে শোষণ-শাসনের হাত থেকে রক্ষা করতে দুষ্টের দমনে হাজির হন।

সবশেষ ‘বাহুবলি’ ছবিতে প্রভাস ম্যাজিক দেখিয়েছিলেন। পরে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই এই ছবি ঘিরে তার প্রত্যাশা আকাশচুম্বী।

সুমতি চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তার গর্ভেই রয়েছেন বিষ্ণুর দশম অবতার। তাকে বাঁচানোর পণ করেন অশ্বথামা তথা অমিতাভ বচ্চন। আর শাসক ইয়াসকিনের ভূমিকায় অভিনয় করেছেন কমল হাসান। এর মাধ্যমে দীর্ঘ ৩৮ বছর পর ফের একসঙ্গে দেখা গেল তাদের।

তবে ‘কল্কি’ ঘিরে পশ্চিমবঙ্গের দর্শকরা একটু বেশিই আনন্দিত হবেন। বিগ বাজেটের এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বস চট্টোপাধ্যায়। কমান্ডার চরিত্রে দেখা যাবে তাকে। ট্রেলারে অভিনেতাকে বেশ গুরুত্ব দেয়া হয়েছে।

ছবিতে দিশা পাটানিও আছেন। এ ছাড়া দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনাকে দেখা যাবে। আর ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, ‘কল্কি’র বাজেট ৬০০ কোটি রূপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮৪০ কোটির টাকার বেশি। সিনেমাটি বানিয়ে আবেগের স্রোতে ভাসছেন নাগ অশ্বিন। কারণ এর মাধ্যমে তার স্বপ্নপূরণ হয়েছে। আগামী ২৭ জুন মুক্তি পাবে এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান